জিয়াউর রহমান জিতু,(মীরসরাই) :-
চট্টগ্রাম মীরসরাইয়ের বকেয়া ১৫ টাকার জন্য মহিউদ্দীন নামে এক যুবককে গরম পানি ঢেলে হাত ঝলসে দিয়েছেন কালা সওদাগর নামে স্হানীয় এক দোকানদার । মীরসরাইয়ের ৬নং ইছাখালী ইউনিয়নের ভাঙ্গনী এলাকায় মঙ্গলবার আনুমানিক সকাল ৯টায় এ ঘটনা ঘটে।
জানা যায়, দেওখালী গ্রামের হতদরিদ্র মহিউদ্দিন ভাঙ্গনীর কালামিয়া সওদাগরের দোকানে নাস্তা করে উপস্থিত ১৫ টাকা দিতে না পারায় কালা সওঃ নামে ঐ ব্যাক্তি প্রচন্ডভাবে গালিগালাজ করে এক পর্যায়ে মহিউদ্দিনের শরীরে গরম পানি ঢেলে দেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
প্রাথমিক চিকিৎসা শেষে মহিউদ্দীনকে বাড়ীতে নিয়ে যান আত্মীয় স্বজনরা। বুধবার ৩ জুলাই অবস্হার অবনতি দেখলে তাকে পুনরায় স্হানীয় মস্তান নগর হাসপাতালে নিয়ে যান।
মহিউদ্দীন এর আপন ভাতিজা মিজানুর রহমান জানান, আমার চাচা একজন দিন মজুর। কৃষি কাজ করে কোন রকম সংসার চালায় ১৫ টাকার জন্য এমন নির্মম নির্যাতন হল এটা কোনভাবে মেনে নেবনা। আমরা এর উপযুক্ত বিচার চাই।