নিজস্ব প্রতিবেদক :-
বন্দর নগরী চট্টগ্রামে ব্যস্ততম বাণিজ্যিক এলাকা, আগ্রাবাদ বাদামতলী মোড়ের উত্তর- পূর্ব পাশে অবস্থিত ন্যাশনাল ব্যাংক।এই ব্যাংকের সামনেই যে কোন সময় ঘটতে পারে অঘটন। ভুক্তভোগী পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, গত মঙ্গলবার বিকালে ন্যাশনাল ব্যাংকের একটি গাড়ী নালার স্লেপের উপর দিয়ে চলতে গেলে স্লেপ ভেংগে নালায় পড়ে যায়। কিন্তু স্লেপটি পূণ-র্নিমানের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার আশংকা নিয়ে হাঁটছে ভুক্তভোগী পথচারীরা। ন্যাশনাল ব্যাংকের গাড়ী যেহেতু স্লেপটি ভেঙেছে ,সেহেতু এটি ঠিক করার দায়ভারও ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষের এমনটাই দাবি করছেন পথচারী ও স্থানীয় ব্যবসায়ী বৃন্দের।
Discussion about this post