দূর্নীতি নিবারণ সহায়ক সংস্থা চট্টগ্রাম জেলা শাখর উদ্যোগে চট্টগ্রাম শহর রক্ষাবাঁধ রিং রোড় ধসের প্রতিবাদে এক মানববন্ধন করেছেন । মঙ্গলবার বিকাল ০৫ টায় চট্টগ্রাম নগরীর প্রেসক্লাব চত্বরে
এই মানববন্ধন করা হয়।
এতে বক্তব্য রাখেন সংগঠনের সহ সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শাহিন চৌধূরী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তফা আহম্মেদ টিপু , এম এ জলিল পরিবেশ সম্পাদক, শাহীনুল হক টুটুল সাধারন সম্পাদক বাংলাদেশ শিল্প ফার্নিচার মালিক সমিতি এক্সেস রোড়, এম এ হালিম সাধারন সম্পাদক হাজিপাড়া এক্সেস রোড় দোকান মালিক সমিতি।সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাবেক দায়রা জজ জসিম উদ্দিন, সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক নাজমুল হোসাইন সিকু, এতে বক্তারা বলেন এই ধরনের দূর্নীতি সহজে মেনে নেয়া যায় না, এই কাজের সুষ্ঠ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা উচিত,এবং আগামীতে যে কোন রকম দূর্নীতি কার্যক্রমের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।