মোঃ নাসিম, নাচোল, (চাঁপাইনবাবগঞ্জ):-
২১ আগষ্ট ইতিহাসের বর্বরোচিত ও জঘন্যতম গ্রেনেড হামলায় নিহত আইভী রহমানসহ সকল শহীদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে নাচোল উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে মধ্য বাজার আওয়ামী লীগ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাচোল সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালু,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু, কসবা ইউপির আওয়ামীলীগের সভাপতি আব্দুর সাত্তার, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নেজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শ্রী নিতাই চন্দ্র বর্মন, ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম, নাচোল উপজেলা বঙ্গবন্ধু পরিষদের নবনির্বাচিত সভাপতি মশিউর রহমান বাবু, সদস্য শাহারিয়া, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ বাবু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমাম হাসান উজ্জ্বলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনাসভা শেষে ২১আগষ্ট ইতিহাসের বর্বরোচিত ও জঘন্যতম গ্রেনেড হামলায় নিহত আইভী রহমানসহ সকল শহীদের স্মরণে দোয়া মাহফিল করা হয় ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমার।