সেলিম চৌধুরীঃ-
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ২১ আগষ্ট বুধবার সকাল ১১ টায় সারা বাংলাদেশের ন্যায় আসুন বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এই বছরও হাটহাজারী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ সারাদেশের ন্যায় মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০১৯ ইং কর্মসূচি পালন করেছে।
এরই ধারাবাহিকতায় বুধবার সকালে উপজেলার আমানবাজার ব্যাংক শাখার উদ্যোগে খন্দকিয়া চিকনদন্ডি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্কুলের প্রধান শিক্ষক নুরুল আলমের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসুচি উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সুলতান মাসুদ, বিশেষ অতিথি ছিলেন মেম্বার হাসান মাসুদ, এসএনএন ২৪ এর চেয়ারম্যান এস.এম শহিদুল্লাহ, প্রধান বক্তা ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ এর আমানবাজার শাখার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক দিদারুল ইসলাম, আমানবাজার বাজার কমিটির সভাপতি নাহিদ উদ্দিন, উত্তর জেলা ছাত্রলীগ নেতা পারভেজ তালুকদার আনসারী, ব্যবসায়ী মোঃ রাসেল খান, আমানবাজার শাখার অপারেশন ম্যানেজার আব্দুল্লাহ খান, মো. ইকবাল করিম, মোহাম্মদ রাসেল, আব্দুল আওয়াল, মোস্তাফিজুর রহমান, মুন্না ও আরিফ প্রমুখ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষক শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।