নিরেন দাস,(জয়পুরহাট):-
জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোকছেদ আলী মাস্টারের সভাপতিত্বে (২১ শে আগস্ট) বিকাল ৩ টায় ২০০৪ সালের ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে, শেখ হাসিনার দীর্ঘ আয়ু কামনা করে এক প্রতিবাদ সভা উপজেলার তিলকপুরে মোকছেদ আলী মাস্টারের চাতালে অনুষ্ঠিত হয়।
উক্ত জনাকির্ন অনুষ্ঠানে আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী (সাবেক) তার বক্তব্যে বলেন যে, এক শ্রেণির সার্থনেসি মহল তাদের অসৎ উদ্দেশ্য কায়েম করতে তৎকালিন এ দেশের নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ঢাকার এক জনসভায় বোমা ফাটিয়ে হত্যা করার চেষ্টা করে।
উক্ত গ্রেনেড হামলায় শেখ হাসিনা প্রাণে রক্ষা পেলেও অনেকের নিহত ও পঙ্গুত্ববরণ করেন।
প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবলু্, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিঠু, আক্কেলপুর পৌর প্যানেল মেয়র আব্দুর রহিম বাঁধন এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অপর দিকে আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের নাম ব্যবহার করে উপজেলা নির্বাচনে নৌকার প্রতীকের বিপক্ষে নির্বাচন কারী আওয়ামীলীগের নামধারী ব্যাক্তিরা আক্কেলপুর উপজেলা আওয়ামলীগের সিনিয়র সহ-সভাপতি সাদেকুর রহমান সাদেক এর সভাপতিত্বে আক্কেলপুর হাসপাতাল গেটে ২১ আগষ্ট বোমা হামলার এক দোয়া ও প্রতিবাদ সভা আয়োজন করে।
উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রুকিন্দীপুর ইউনিয়র পরিষদের চেয়ারম্যান আহসান কবির এ্যাপ্লব, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মজিবর রহমান, আক্কেলপুর পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম স্বাধীন, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক মাহফুজা সুলতানা মলি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া প্রমুখ।
দুই স্থানে উপজেলা আওয়ামীলীগের ব্যানারে কেন দুইটি স্থানে দোয়া মাহফিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল এমন প্রশ্নের জবাবে উপজেলা সভাপতি মোকছেদ আলী মাস্টার বলেন, আক্কেলপুর হাসপাতাল গেটে যে ২১ আগষ্ট উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠান উপজেলা আওয়ামীলীগের সভাপতি/সম্পাদকের না জানিয়ে উক্ত অনুষ্ঠান করেন।
অপর দিকে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাদেকুর রহমার সাদেক জানান, আমরা মাইকিং এর মাধ্যমে ২১ আগষ্ট দোয়া মাহফিলের আয়োজন করা বিষয়টি সকল আওয়ামী সদস্যদের জানানো হয়ছিল। এতে কে আসলো না আসলো তাতে আমাদের যায় আসে না।