নিজস্ব প্রতিবেদক :-
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বড়দিঘীর পাড় এলাকায় সুলতান নশরত শাহ মসজিদের সামনে হাইওয়ে সড়কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবাহী একটি বাস (চট্টমেট্রো- স ১১-০১৮৫) নিয়ন্ত্রণ হারিয়ে রোড় ডিভাইডারের সাথে ধাক্কায় বাসের সামনের কিছু অংশ দমড়ে মুচড়ে যায়। এতে চালক আহত হলেও যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটার সময় বিশ্ববিদ্যালয়ের দিক থেকে শহরমুখে আসা শিক্ষকবাহী বিশ্ববিদ্যালয়ের বাসটি রাস্তার মাঝখানের অনেকাংশে রোড় ডিভাইডার না থাকায় বেগতিক ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রোড় ডিভাইডারের সাথে সজোরে ধাক্কা খেয়ে বাসের সামনের অংশ দমড়ে মুচড়ে যায়, এতে মুহুর্তে গাড়ির চালক আহত হলে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়। পরে স্থানীয় থানা পুলিশ এসে বাসটি উদ্ধার করে।