প্রেস বিজ্ঞপ্তি :-
এরশাদ বিরোধী আন্দোলনের রাজপথের সৈনিক, বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এস এম মামুনুর রশিদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা শেখ হাসিনার পরীক্ষিত সৈনিকদের চরিত্র হননের সামিল বলে আখ্যায়িত করেছেন বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা।
বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুল আমিন শান্তি, সহ সভাপতি হাজী জাহাঙ্গীর আলম, সুভাষ চন্দ্র ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ধীমান দাশ গুপ্ত, বাংলাদেশ দোকান মালিক সমিতির সহ-সভাপতি শান্তু দাশ গুপ্ত, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুশীল রঞ্জন নাথ, সাংস্কৃতিক সম্পাদক আবু বক্কর চৌধুরী রাজু, ধর্ম বিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম, সদস্য ইউনুজ তালুকদার, মো: ইসমাইল, মো: আকতার হোসেন, আবদুল মতিন, শামসুল আলম, ওমর ফারুক বাবুল, প্রশান্ত ভট্টাচার্য্য, ১নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি হাজী মীর আহমদ সওদাগর, সাধারণ সম্পাদক উত্তম কুমার নাগ নেতৃবৃন্দ সোমবার মিডিয়াকে দেয়া এক যুক্ত প্রেস বিবৃতিতে ক্ষোভ প্রকাশ ও তিব্র নিন্দা জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয় একটি মহলবিশেষ শেখ হাসিনার রাজনৈতিক কর্মকান্ডের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত নেতাদের জনগণের কাছে প্রশ্নবিদ্ধ করার জন্য নানানভাবে ষড়যন্ত্রমূলক ও প্রতিহিংসাপরায়ণ অপকর্মে লিপ্ত রয়েছে। এ হয়রানি মামলা তারই অংশ বিশেষ। সাবেক ছাত্রনেতা এস এম মামুনুর রশিদের পিতা আলহাজ্ব হারুনুর রশিদ এলাকার একজন চাক্তাই খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি এবং সফল ব্যবসায়ী। এছাড়া তিনি স্থানীয় কমিউনিটি পুলিশের সভাপতি। আমরা মনে করি যারা এ অপকর্ম চালাচ্ছেন তারা এলাকার গণশত্রু। শেখ হাসিনার সৈনিকদের জনবিচ্ছিন্ন করার জন্য এ হয়রানিমূলক মামলা যারা করেছেন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। তা না হলে যেকোন পরিণতির জন্য প্রশাসনকে দায়ী থাকতে হবে। বিবৃতিতে দলীয় নেতা এ ধরনের মহল বিশেষর অপকর্মে বিভ্রান্ত না হয়ে এলাকায় দলীয় ঐক্যের ভিত্তিকে মজবুত করার আহ্বান জানান।