শুভ সকাল ডেস্ক:-
স্বপ্নযাত্রীর ভিন্নধর্মী,প্রয়োজনীয় ও উপকারী বিভিন্ন প্রজেক্টে নতুন সংযোজন স্বপ্নযাত্রী ব্লাড টেষ্ট বুথ। যার ১ম বুথ দিয়ে যাত্রা শুরু করল স্বপ্নযাত্রীর মৃূল উৎসস্থল আনোয়ারা থানার মালঘর বাজারের বিসমিল্লাহ ফার্মেসীতে। গত শনিবার আনোয়ারা শাখার তত্ত্বাবধানে পরিচালিত এ বুথ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উদ্ভোধন করেন।
সপ্তাহে শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সম্পূর্ণ বিনা মূল্যে এখানে এসে মাত্র দুইমিনিটে রক্তের গ্রুপ জেনে নেয়া যাবে। দেশের প্রতিটি স্থানে সকল বয়সের ও সকল স্তরের মানুষ যাতে নিজের রক্তের গ্রুপ জানেন এবং রক্তদানে উৎসাহ ও সচেতন হন সে লক্ষ্যে সারাদেশের প্রত্যেকটি গ্রামে একটি করে স্থায়ী ব্লাড টেষ্ট বুথ স্থাপনের ইচ্ছা প্রকাশ করেন স্বপ্নযাত্রীর প্রতিষ্টাতা সভাপতি কামাল হোসেন।
যাত্রার শুরুতেই প্রায় ৫০জনের বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দেন। উপস্থিত সকলে এমন ব্যতিক্রমী ও উপকারী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।