শুভ সকাল ডেস্ক:-
আজকের নারী সমাজে পুরুষতান্ত্রিক যে মনোভাব, যে অত্যাচার, তার বিরুদ্ধে প্রীতিলতার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে, এসবের বিরুদ্ধে প্রতিবাদ করার শিক্ষা নেয়া যায়, স্বাধীনতা এমন একটি শব্দ যা মানুষের জন্মগত অধিকার। মুক্ত হওয়া, মুক্ত পরিবেশ এবং বাধাহীন শৈশবে বেড়ে ওঠার সঙ্গে আত্বপরিচয়ে বাঁচতে শেখার নাম স্বাধীনতা। বাংলার ইতিহাসে নবাব সিরাজদ্দৌল্লার পতনের পর থেকে বাংলার স্বাধীনতা অন্যের হাতে চলে যায়। আজ আমরা স্বাধীন জাতি হিসেবে পরিচিত।
কিন্ত ব্রিটিশ এবং পরবর্ততী পাকিস্তানিদের হাত থেকে স্বাধীন হতে বহুজীবন উৎসর্গ করতে হয়েছে। যুগে যুগে এসেছে বীর নারী-পুরুষ। যারা স্বাধীনতার স্বপ্ন দেখেছেন এবং দেখিয়েছেন। ব্রিটিশ শাসনামলে স্বাধীনতার জন্য যুদ্ধ করা এমন একজন নারীর নাম প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রীতিলতা ওয়াদ্দেদার
জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ চট্টগ্রাম আয়োজিত সকালে নগরীর জামালখানস্থ একটি কমিউনিটি সেন্টারে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বীর কন্যা বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৭ তম প্রয়ান দিবস উপলক্ষে বীর কন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক সুমন দেবনাথের সভাপতিত্বে প্রধান সমন্বয়কারী খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত বীর কন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রয়ান দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী একথা বলেন।
সভায় আরো বক্তব্য রাখেন নগর যুবলীগের সদস্য লিনট রায় চৌধুরী, বকশিরহাট ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম মামুনুর রশিদ,বকশিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক শান্ত দাশ গুপ্ত, সংস্কৃতি কর্মী কবি সজল দাশ, সুজিত দাশ অপু, সরিৎ চৌধুরী সাজু, সালমা
আক্তার শিলা প্রমুখ।
তিনি আরো বলেন, স্বাধীনতার জন্য প্রাণ দিতে পারব, প্রাণ নিতেও মোটেও মায়া হবে না। কিন্তু নিরহ জীব হত্যা করা সত্যিই মায়া হয়। পারবনা এই উক্তিটি ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মরনীয় নাম প্রীতিলতা ওয়াদ্দেদারের। তিনি বলেন পৃথিবীতে যুগে যুগে বুকের রক্ত বিলিয়ে দিয়েছেন। আমাদের দেশ পাকিস্তানীদের হাত থেকে মুক্ত হওয়ার আগে অর্থাৎ দেশ ভাগের আগে ব্রিটিশদের অধীনে ছিল।
তখন ভারতবর্ষকে মুক্ত করার জন্য বহু আন্দোলনকারী ভারতবর্ষকে মুক্ত করতে আন্দোলন করেছেন। কিশোর, যুবা, নারী-পুরুষ নির্বিশেষে সবাই এই আন্দোলন করেছেন। আজকের নারী সমাজে পুরুষতান্ত্রিক যে মনোভাব, যে অত্যাচার, তার বিরুদ্ধে প্রীতিলতার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে এসবের বিরুদ্ধে প্রতিবাদ করার শিক্ষা নেয়া যায়। দেশের জন্য, দেশের মানুষের ও স্বাধীনতার জন্য অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ করতে আত্মহুতী দিয়েছে প্রীতিলতা। বীর কন্যা বিপ্লবী
প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রয়ান দিবসের আলোচনা সভা শুরুতে তার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও ব্রিটিশ আন্দোলনে সকল শহীদদের স্মরণে তাদের আত্মার সদগতি কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।