নিজস্ব প্রতিবেদক :-
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন দক্ষিন ঝর্ণাপাড়াস্থ এলাকায় সোনিয়া সরকার নামের এক বিবাহিতা মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী সোনিয়া সরকার বাদী হয়ে ডবলমুরিং থানায় নারী ও শিশু নির্যাতন দমন অপরাধ আইনে মামলা করেন। মামলার প্রেক্ষিতে ডবলমুরিং থানা পুলিশ শুক্রবার দুপুরে অভিযুক্ত ধর্ষণকারীর সহযোগী আনোয়ার হোসেনকে আটক করে এবং মামলার প্রধান আসামী মিল্কী তথা বাড়ির জমিদারের ছেলেকে আটক করতে পারেনি।
মামলা সুত্রে জানা যায়,শুক্রবার রাত আনুমানিক ৩টায় মামলার অভিযুক্ত প্রধান আসামী তৌহিদুজ্জামান মিল্কী ও তার সহযোগী আনোয়ার হোসেন মিলে ভুক্তভোগী সোনিয়া সরকারের বাসায় গিয়ে তার দরজা খুলতে অনুরোধ করে। এই অবস্থায় সোনিয়া সরকারের স্বামী ইউনুছ জমিদারের ছেলে তথা তৌহিদুজ্জামান মিল্কীকে দেখে দরজা খুলে দেয়। এরপর তারা সোনিয়া সরকারের স্বামীকে মারধর করে মাটিতে ফেলে দেয়।পরে অভিযুক্ত মামলার প্রধান আসামী তৌহিদুজ্জামান মিল্কী সরকারকে পার্শ্বের রুমে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।। এ বিষয়ে ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ সদীপ কুমারের সাথে কথা বলতে গেলে ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানান তিনি। পরে মামলার সুত্র ধরে ভুক্তভোগী সোনিয়া সরকারের সাথে কথা বলতে তার বাসায় গেলে তার বাসায় তালাবন্ধ অবস্থায় দেখা যায়। তবে এ বিষয়ে অভিযুক্ত মামলার প্রধান আসামী তৌহিদুজ্জামান মিল্কীর পরিবারের সাথে কথা বলতে গেলেও তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।