জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরাধ্য সোনার বাংলা বিনির্মাণে প্রধান কান্ডারী,বিশ্ব মানবতার জননী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষ্যে আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার ও শনিবার দু’দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজন সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা রবিবার বিকেলে নগরীর মোমিন রোডস্থ সংগঠনের কার্যালয়ে জননেত্রী শেখ হাসিনার জন্মোৎসব উদযাপন পরিষদের আহবায়ক বরেণ্য বুদ্ধিজীবি কবি ও সাংবাদিক অরুন দাশ গুপ্ত’র সভাপতিত্বে ও প্রধান সমন্বয়কারী সাব্কে ছাত্রনেতা এম এ মান্নান শিমুল এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আ জ ম নাছির উদ্দীন প্রধান, পৃষ্ঠপোষক ও আন্তর্জাতিক সমাজ বিজ্ঞাণী প্রফেসর ড.অনুপম সেনকে প্রধান উপদেষ্টা, নগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা ও সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মফিজুর রহমান, নগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী উপদেষ্টা মন্ডলীর সদস্য করে বরেণ্য বুদ্ধিজীবি কবি ও সাংবাদিক অরুণ দাশ গুপ্তকে
আহবায়ক, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারন সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিদকে সদস্য সচিব সাবেক
ছাত্রনেতা এম এ মান্নান শিমুলকে প্রধান সমন্বয়কারী ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাধারন সম্পাদক খোরশেদ আলমকে সমন্বয়ক করে ১২১ সদস্য বিশিষ্ট শেখ হাসিনা জন্মোৎস উদযাপন পরিষদ কমিটি গঠন করা হয়। দু’দিন ব্যাপী শেখ হাসিনা জন্মোৎস উদযাপন পরিষদ প্রস্তুতি সভায় স্বাগত বক্তব্য রাখেন আয়োজক পরিষদের সদস্য সচিব চৌধুরী মোহাম্মদ ফরিদ, কো-চেয়ারম্যান হাজী মোহাম্মদ সাহাব
উদ্দীন ও নগর যুবলীগের কার্যনির্বাহী সদস্য জাবেদুল আলম সুমন, পৃষ্টপোষক সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী সুমন শাহেদ সিদ্দীকি,চট্টগ্রাম ব্রাদার্স ইুনিয়নের পরিচালক মোহাম্মদ আছরার, সিজেকেএস কাউন্সিলর প্রকৌশলী রাশেদুর রহমান মিলন, সাবেক ছাত্রনেতা এডভোকেট সৈয়দ খোরশেদ আলম হেলাল, শেখ হাসিনা জন্মোৎসবের দু’দিন ব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ২৭ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টায় আন্দকিল্লাস্থ চসিক পুরাতন নগরভবন চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে তাকে নিবেদিত করে শিশু কিশোর সমাবেশ ও নান্দনিক সাংষ্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিকেল ৪ টায় আলোকেরই “ঝর্ণাধারায় ধরিত্রি নেত্রী শেখ হাসিনা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আন্তর্জাতিক সমাজ বিজ্ঞাণী ড.অনুপম সেন । সন্ধ্যায় উদ্দীপনা মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান।
২৮ সেপ্টেম্বর শনিবার বিকেল ৩ টায় শিশু-কিশোরদের নিয়ে বিশ্ব মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাটা অনুষ্ঠান । বিকেল ৫ টায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দীর্ঘ আন্দোলন সংগ্রামের কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ এবং স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য দেশের ১২ জন বিশিষ্ঠ নারীকে শেখ হাসিনা স্মারক সম্মাননা পদক প্রদান করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শহীদ জায়া ও লেখিকা বেগম মুশতারী শফি, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.শিরিন আখতার, বিশেষ অতিথি হিসেবেউপস্থিত থাকবেন প্রফেসর রীতা দত্ত,ড.আনোয়ারা আলম প্রমূখ।
সন্ধ্যা ৭ টায় বেতার ও টেলিভিশন শিল্পীদের সমন্বয়ে পরিবেশিত হবে উদ্দীপনা মূলক সাংষ্কৃতিক অনুষ্ঠান। রাত সাড়ে ৮ টায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী
শেখ হাসিনা সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
এতে মুক্তিযদ্ধের স্বপক্ষের সকল রাজনৈতিক, সাংস্কৃতিক ,সামাজিক সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন আয়োজক পরিষদের আহবায়ক বরেণ্য বুদ্ধিজীবি কবি অরুণ দাশ গুপ্ত ও সদস্য সচিব চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারন সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিদ।
প্রেস বিজ্ঞপ্তি :