নিজস্ব প্রতিবেদক :-
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, রাজনীতিবিদ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহযোগী ডা: এ এম এম জাকেরিয়া চৌধুরী চত্বর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধে ৬টায় চট্টগ্রাম নগরীর জামালখান ওয়ার্ডস্থ কাজীর দেউড়ী মোড়ে চত্বরটির ফলক উন্মোচন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন।
এ সময় বেলুন উড়িয়ে চত্বরটির উদ্বোধন করেন মেয়র।
এর আগে বিকেল ৪ টায় চত্বর প্রাঙ্গণে ড়া: এ এম এম জাকেরিয়া চৌধুরীর স্মরনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিটি মেয়র আ জ ম নাছির।
এ সময় আরো বক্তব্য রাখেন জামালখান ওয়ার্ড় কাউন্সিলর শৈবাল দাশ সুমন, মহিলা কাউন্সিলর আবিদা আজাদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য চলতি বছরের ১৮ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রাণালয় এ চত্বরের নামকরণে প্রশাসনিক অনুমোদন প্রদান করেন।