নিজস্ব প্রতিবেদক:-
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দিন দুপুরে টিনের বেড়া ও স্থাপনা তৈরি করে জমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে , প্রতিপক্ষের সাথে একটি সংঘবদ্ধ গ্রুপ যোগসাজোস করে জমিটি জবর দখল করতে ব্যস্ত রয়েছে। এরমধ্যে ২৫ অক্টোবর শুক্রবার সকালে বিরোধীয় জমিতে গাছের খুঁটি ও টিন দিয়ে স্থাপনা তৈরি করতে গেলে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়।
এ ঘটনায় পুলিশ আদালতের আদেশ ও জোরপূর্বক জমি দখল হচ্ছে এমন সংবাদ পেয়ে কর্ণফুলী থানা পুলিশের এএসআই মো. শফিক এর নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং জমির মালিকানা দাবিদার উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে নিজ নিজ স্থানে থাকার নোটিশ দেন। ইতোমধ্যে জমির আশেপাশ কর্ণফুলী থানা পুলিশী টহল জোরদার করেছে।
মিছ মামলা সূত্রে জানা যায়, উপজেলার শিকলবাহা ইউনিয়নের পি.এ.বি সড়ক সংলগ্ন ফকিরনীরহাট রাস্তার মাথা এলাকার প্রায় ১০ গন্ডা নাল জমি নিয়ে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান গংয়ের সঙ্গে একই এলাকার সাগর আহম্মদ ও অন্যান্যদের সাথে বিরোধ চলছে।
এ নিয়ে চট্টগ্রাম মহানগর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে প্রতিকার চেয়ে আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের ছেলে মো. মিজানুর রহমান রিপন ফৌজদারী কার্য্যবিধি আইনের ১৪৫ ধারায় ( মিছ মামলা নং-১৪৬৮/১৯ইং ) একটি মিছ মামলা করেন।
উল্লেখ্য গত ২৩ অক্টোবর শুনানি শেষে মামলার আদেশ হলে দখল ও মালিকানা বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) কর্ণফুলীকে ব্যবস্থাসহ প্রতিবেদন দাখিল ও বিরোধীয় ভূমিতে জমির মালিকানা দাবিদার উভয়পক্ষের মধ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট থানার ওসিকে নির্দেশ দেন।
স্থানীয়রা জানান, জমিটির দখল বেদখল নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। কেননা একটি গ্রুপ ভয়ভীতি ও হুমকি প্রর্দশন করে জোরপূর্বক নির্মাণ কাজ সম্পন্ন করার চেষ্টা করছে।
মোস্তাফিজুর রহমানের ছেলে মো. মিজানুর রহমান রিপন প্রতিবেদককে বলেন, ‘আমার পরিবার নিয়ে আতঙ্কের মধ্যে জীবনযাপন করছি। প্রতিপক্ষগণ একটি প্রভাবশালী গ্রুপকে ব্যবহার করে রাতারাতি স্থাপনা তৈরি করে জমিটি দখলের চেষ্টা অব্যাহত রেখেছে। জমিটি রক্ষা করার জন্য আমরা আদালতে মামলা করেছি। এ পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনসহ সংশ্নিষ্ট দপ্তরের হস্তক্ষেপ সহযোগিতা কামনা করছি।’
এ বিষয়ে বিবাদী পক্ষের মৃত নুরুল আলমের ছেলে সাগর আহম্মেদ বলেন, ‘আমার এক বছর যাবত যাচাই বাচাই করে উকিল মুন্সীর মতামত নিয়ে আব্দুল আজিজ নামে এক প্রবাসীর কাছ থেকে জমিটি ক্রয় করে মাটি ভরাট করেছি। কয়েকদিন আগে টিনের ঘর তৈরী করতে গেলে ওরা আমাদের বাঁধা দিয়ে আদালতে ১৪৫ ধারায় মামলা করেছে।’
এ প্রসঙ্গে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আদালতের নির্দেশে আমরা ঘটনাটি তদন্ত করি। জমি অবৈধ দখল করতে গেলে পুলিশ তাদেরকে বাঁধা দেয়। ভূমিতে স্থিতিবতা বজায় রাখার আদেশসহ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তপশীলোক্ত ভূমিতে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য ইতোমধ্যে দু’পক্ষকে জানানো হয়েছে।’