নিজস্ব প্রতিবেদক :-
চট্টগ্রাম নগরীর ঈদগাহ বৌবাজার এলাকায় আলহাজ্ব এয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি টেস্ট পরিক্ষায় অনুত্তীর্ণ হওয়ায় মঙ্গলবার দুপুর আনুমানিক ৩.২০টায় শিক্ষার্থীরা আন্দোলন করে প্রথমে স্কুলের সামনের প্রধান সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরে পুলিশ এসে তাদের সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ করলে আন্দোলনরত শিক্ষার্থীরা স্কুলের অধ্যক্ষের বাসায় গিয়ে আন্দোলন করে। সেখানেও পুলিশ এসে তাদের বুধবার দুপুর নাগাদ স্কুলের প্রধান শিক্ষকের সাথে সমাধানের আশ্বাস দিলে তারা সেখান থেকে সরে যাচ্ছিল, এসময় অনলাইন টিভি চ্যানেল এসএনটিভির সাংবাদিক আরফানুর রহমান নয়ন সংবাদ সংগ্রহকালে তার হাতে থাকা মোবাইল ক্যামেরাটি বাড়ির মালিকের বড় ছেলে ছিনিয়ে নেয় এবং এভাবে কারো বাড়ির ভিডিও করা যায়না বলে সে স্বঘোষিত নিয়ম দেখিয়ে এক প্রকার লাঞ্ছিত করে। এসময় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়।
পরে ছিনিয়ে নেয়া মোবাইল ফেরত দিয়ে তিনি ওই সাাংবাদিককে বলেন, যাও আর কোন কথা বলবানা। এসময় তিনি সাংবাদিকের সাথে দেখা করে নিজের ভুল শিকার করার পরিবর্তে নিজেকে সঠিক বলেই দাবি করতে চাইলেন।
এবিষয়ে এসএনটিভির চেয়ারম্যান জনাব আবু সাহিদ জানান, সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনাটি খুবই দু:খজনক। আমি এর তিব্র নিন্দা জানাচ্ছি। প্রাথমিকভাবে লাঞ্ছিত কারীর নাম ও পুর্ণাংগ পরিচয় আমরা জানতে পারিনি, তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।