সারা দেশে লবনের আচমকা মুল্য বৃদ্ধির গুজবে কান না দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি মঙ্গলবার রাতে এক প্রেস বিবৃতিতে এই আহবান জানান।
তিনি বলেন একটি মহল সু পরিকল্পিতভাবে দেশে গুজব ছড়ানোতে লিপ্ত রয়েছে। এই ধরনের গুজব সরকারের ভাবমূর্তি বিনষ্ট,দেশকে অস্থিতিশীল করা এবং জনগণকে জিম্মি করার অপকৌশল বলে তিনি উল্লেখ করেন।প্রকৃতপক্ষে দেশে লবনের পর্যাপ্ত মওজুদ রয়েছে।আগামী ডিসেম্বর মাসে নতুন লবণ উৎপাদিত হয়ে বাজারে আসবে নতুন লবন।যা বতর্মান মওজুদের সাথে যোগ হবে।ফলে দেশে লবনের কোন সংকট নেই এবং কোন সম্ভাবনা নেই। তিনি লবন নিয়ে কিংবা অন্য কোন বিষয়ে কোন মহল বা ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিস্টদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তি :