শুভ সকাল ডেস্ক:-
গাজীপুর মেট্রােপলিটন পুলিশ (জিএমপি)’র পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন, পিপিএম (বার), বিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় কাশিমপুর থানার অফিসার ইন-চার্জ (ওসি) আকবর আলী খান সাহেব এর সভাপতিত্বে ২রা ডিসেম্বর সোমবার সকাল ১১.০০ ঘটিকায় কাশিমপুর থানার মাঠে জন-সচেতনা মুলক ওপেন হাউজ-ডে ডিসেম্বর/২০১৯ খ্রিঃ পালিত হয়।
উক্ত ওপেন হাউজ-ডে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশ কোনাবাড়ী জোন এর সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ সোহরাব হোসাইন সাহেব। আরো উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী সহ সকল পেশাজীবির জন-সাধারন ব্যক্তিবর্গ। উক্ত ওপেন হাউজ-ডে অনুষ্ঠানে কাশিমপুর বাসীর সকল ধরনের সুবিধা-অসুবিধার বিষয়ে উম্মুক্ত আলোচনার মধ্য দিয়ে সাধারন জনগনের সুবিধা-অসুবিধা বাস্তবায়নের জন্য অঙ্গীকার করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কাশিমপুর থানার অফিসার ইনচার্জ আকবর আলী খান সাহেব।।