নতুনধারা বাংলাদেশ (এনডিবি)’র চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, কালো-লাল নয়; অপরাধ দিবস থেকে মুক্তি চাই। জাতীয় জীবনে এখন প্রতিটি দিন নির্মমতার অন্ধকারে ঢেকে থাকে। এই অন্ধকার থেকে, অপরাধ-দুর্নীতি দিবসের হাত থেকে মুক্তির জন্য নতুন প্রজন্মের ঐক্যবদ্ধতার কোন বিকল্প নেই। যেভাবে বিকল্প ছিলো না বায়ান্নতে-ঊনসত্তুরে-একাত্তরে-নব্বইয়ে এবং সর্বশেষ ২০০৭-এ। এই ঐক্যবদ্ধতা তৈরির জন্যই নতুনধারার রাজনীতি।
৪ জানুয়ারী রবিবার রাজধানীর তোপখানা রোডস্থ কার্যালয়ে ৪৪ জেলায় পর্যায়ক্রমে সাইনবোর্ড প্রেরণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার কলামিস্ট-কবি চঞ্চল মেহমুদ কাশেম, ছড়াকার আলতাফ হোসেন রায়হান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান শিক্ষাবিদ শান্তা ফারজানা আনুষ্ঠানিকভাবে সাইনবোর্ড প্রদান করেন। উপস্থিত ছিলেন নতুনধারা বাংলাদেশ এনডিবির সহ-সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার, জাতীয় শিক্ষাধারার সহ-সভাপতি মামুন বাবুল, জাতীয় মহিলাধারার সহ-সভাপতি মমতাজ মেহমুদ, জাতীয় সাংস্কৃতিকধারার সদস্য বিমল সাহা প্রমুখ।