নিজস্ব প্রতিবেদক :-
নগরীর শুলকবহর ওয়ার্ডের কাতালগঞ্জ মির্জাপুল এলাকার ডেকোরেশন গলিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের দেখতে যান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন।মেয়রকে পেয়ে অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থরা আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় চসিক মেয়র অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগরীর বিত্তবানসহ সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার
আহ্বান জানান।
এসময় অগ্নিকাণ্ডে প্রায় ২’শত ক্ষতিগ্রস্থ পরিবারকে
আপদকালীন নগদ অর্থ প্রদান করেন সিটি মেয়র। এছাড়া গৃহস্থালি সামগ্রী ও ভরণপোষণের ব্যবস্থা গ্রহণ করার জন্য চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন মেয়র। তিনি ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহায়তার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি শুক্রবার সকাল ১০ টায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
এসময় চসিক মেয়রের সাথে আরো উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি ডা. শেখ সফিউল আজম, সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের সহ-সভাপতি আবদুস সালাম, চসিক কাউন্সিলর মো. মোরশেদ আলম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জেসমিন পারভীন জেসি,নগর আওয়ামী লীগ নেতা বেলাল আহমেদ, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দী, কাতালগঞ্জ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ইমরানুল হক, সাধারণ সম্পাদক রফিক আহমদ, নুরুল আনোয়ার, মহিউদ্দিন, নগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল প্রমুখ উপস্থিত ছিলেন।