শুভ সকাল ডেস্ক:-
যে ইসি টাকার বিনিময়ে নিবন্ধন দিয়েছে যুদ্ধাপরাধীর ছেলে ববি হাজ্জাজকে, সেই ইসি সকল নির্বাচনে কারচুপি করছে এবং করবে বলে মন্তব্য করেছেন নতুনধারা বাংলাদেশ (এনডিবি)’র চেয়ারম্যান মোমিন মেহেদী। ২৭ জানুয়ারী রাজধানীর তোপখানা রোডস্থ কার্যালয়ে ‘নির্বাচন না প্রতারণা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ইসির সিইসি ও সচিবের পদত্যাগ চাই। এই সিইসি আজিজের চেয়েও দুর্নীতিগ্রস্থ। আমি হলফ করে বলতে পারি- দুদক পদক্ষেপ নিলে ইসিতে কর্মরত পিয়ন থেকে শুরু করে সিইসি পর্যন্ত প্রায় সবার হাজার হাজার কোটি টাকার দুর্নীতি প্রকাশিত হবে। তাই অনতিবিলম্বে ইসিতে কর্মরতদের অতিত অর্থসম্পদের পরিমাণ ও বর্তমান অবস্থা জানার জন্য গোয়েন্দা তদারকি করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম মেম্বার কলামিস্ট-কবি চঞ্চল মেহমুদ কাশেম, ছড়াকার আলতাফ হোসেন রায়হান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান শিক্ষাবিদ শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান এফআই কামাল, মাহমুদ হাসান তাহের, মহাসচিব হাসিবুল হক পুনম, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি ফরহাদ শিমুল, সহ-সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার প্রমুখ।