নিজস্ব প্রতিবেদক:-
চট্টগ্রামের চাকতাই খাতুনগঞ্জ আড়তদার কল্যান সমিতির প্রচার সম্পাদক, মানবকল্যান ফোরাম বাংলাদেশ এর সাধারন সম্পাদক ও শ্রী শ্রী লোকনাথ ধাম চাকতাইয়ের সহ সাধারন সম্পাদক, চাকতাই খাতুনগঞ্জের সনামধন্য ব্যবসায়ী অজয় দত্ত কে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগের বিষয়ে সিএমপির কোতোয়ালি থানায়,একটি সাধারণ ডাইরী (জিডি) করা হয়েছে।
জিডি নং -১১১২।

এ বিষয়ে হুমকির শিকার অজয় দত্ত শুভ সকালকে জানান, গত মংগলবার ১১/০২/২০২০ইং তারিখ, আনুমানিক রাত ১০ টার সময় নিজ বাসভবনে অবস্থান করছিলেন, এমন সময় তাহার মুঠো ফোনে
০১৮১৩৩৭৩২২৩ এই নাম্বার হতে একটি ফোন আসিলে তিনি রিসিভ করতেই ওপর প্রান্থ হতে তাকে অকথ্য ভাষায় গালাগালি করতে শুরু করে এবং সেই তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। তবে তিনি হুমকিদাতাকে অজ্ঞাত ব্যক্তি বলে আমাদের জানান।
পরে তিনি স্থানীয় থানায় শরণাপন্ন হয়ে উক্ত পুরো বিষয়টি উল্লেখ করে একটি লিখিত অভিযোগের মাধ্যমে একটি সাধারণ ডায়েরী করেন।এই সময় কোতোয়ালি থানার ডিউটি অফিসার বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান।
বর্তমানে তিনি প্রাণ নাশের আশংকায় আছেন বলেও জানান।