নিজস্ব প্রতিবেদকঃ-
বুধবার (১৭এপ্রিল) নগরীর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর এ.কে.এম জাফরুল ইসলাম মৃত্যুবরণ করেন। বৃহষ্পতিবার সকালে মরহুমের মরদেহ চট্টগ্রাম সিটি কর্পোরেশন চত্বরে আনা হলে মেয়র, প্যানেল মেয়র, কাউন্সিলর, চসিক কর্মকর্তা কর্মচারীসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। কর্পোরেশনের বঙ্গবন্ধু চত্বরে মরহুম জাফরুল ইসলামের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। বাদ আছর চকবাজার প্যারেড ময়দানে মরহুমের ২য় নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন সহ সাবেক মেয়র, চসিক প্যানেল মেয়র, কাউন্সিলর সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ নামাজে জানায়ায় অংশ গ্রহন করেন।
জানাযা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মুনাজাত করা হয়। পরে হযরত মিসকিন শাহ মাজার কবরস্থানে তাঁর দাফন কার্য সম্পন্ন হয়।