আব্দুল কাদের রাজু :-
বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ এখন কোথায় নিয়ে যাচ্ছে পাপিয়ারা। যেখানে জননেত্রী শেখ হাসিনা প্রানপন চেষ্টা করে যাচ্ছেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার তখন একি গুঞ্জন শুনছি। আর দেখছি ফেসবুক এখন পাপিয়ার দখলে।
যখন বাংলাদেশে যুব মহিলা লীগ. মহিলা আওয়ামীলীগ ছিলোনা। তখন কি আওয়ামীলীগ কোথাও থেমেছিলো? নাকি কেউ আওয়ামীলীগ কে দাবিয়ে রাখতে পেরেছে? পারেনি। তাহলে এখন কেন এই কিঞ্চিত বেশ্যাদের জন্য প্রিয় সংগঠন আওয়ামীলীগ এর বদনাম হবে? কেন এইসব বেশ্যাদের জন্য আজ সব মহিলাদের কথা শুনতে হবে? কে এনেছে এই বেশ্যা পাপিয়াদের? কে পদ দিয়েছে আর কিভাবে পদ পেয়েছে কিসের বিনিময়ে তা ক্ষতিয়ে দেখার জন্য অনুরোধ রইলো প্রশাসন সহ আওয়ামীলীগ এর সকল নেত্রীবৃন্দের কাছে।
ডায়মন্ডের নেকলেস, আংটি আর দামী শাড়ি দিলেই নাকি মিলে যেতো পদ। যুব মহিলা লীগের সকল কেন্দ্রীয় নেত্রীদের পুর্বের অবস্থা আর বর্তমান অবস্থা ক্ষতিয়ে দেখা হউক।
জননেত্রী আর আওয়ামীলীগ এর নাম ডুবাতে এমন দুই একজন পাপিয়ারা থাকলেই হবে। ছি পাপিয়া ছি!
মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনি বঙ্গবন্ধুর সোনার বাংলায় প্রিয় সংগঠন কে শুদ্ধী অভিযান এর মাধ্যমে পাপিয়ার মতো বেশ্যাদের বেছে বেছে বাদ দিয়ে অথবা যুবমহিলালীগ একেবারেই বাদ দিয়ে দেয়া হউক।
জয়বাংলা জয় বঙ্গবন্ধু জয় হউক সোনার বাংলার মানুষের।
একটা স্ট্যাটাস আর বহিষ্কার কি পারবে সম্মান ফিরিয়ে দিতে??
ফেসবুক সংগৃহীত।