রাউজানে কলমপতি সমাজল্যাণ পরিষদের উদ্যোগে রাউজান কলমপতি গ্রামে করোনা ভাইরাস
সম্পর্কে সচেতনতামূলক প্রচার, হাত ধোয়া ও লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার সারাদিন ব্যাপী গ্রামের প্রতিটি ঘরে ঘরে গিয়ে করোনাভাইরাস সচেতনতামূলক প্রচার ও লিফলেট বিতরণ করেন কলমপতি সমাজকল্যাণ পরিষদের
সদস্যবৃন্দ।
পরিষদের সাধারণ সম্পাদক সজল দে ও স্বাস্থ্য অফিসার ত্রিদ্বীপ সরকার কাজল এ কাজে নেতৃত্ব দেন। পরিষদের সাধারণ সম্পাদক সজল দে বলেন, বিশ্বব্যাপী এখন আতংকের নাম করোনাভাইরাস। বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও এ
ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তাই সাধারণ সতর্কতা অবলম্বন করে আপনারা এই ভাইরাসটির সংক্রমণ ও বিস্তারের ঝুঁকি কমিয়ে আনতে পারেন। স্বাস্থ্য অফিসার ত্রিদ্বীপ সরকার কাজল বলেন, শ্বাসতন্ত্রের অন্যান্য অসুস্থতার মতো এই ভাইরাসের ক্ষেত্রেও সর্দি, কাশি, গলা ব্যথা এবং জ্বরসহ হালকা লক্ষণ দেখা দিতে পারে । তবে সতর্কতা ও সরকারি বা বেসরকারি ভাবে যে দিকনির্দেশনাগুলো দিয়েছে তা মেনে চললে এ ভাইরাস থেকে মুক্ত থাকা যায়। সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সহ পরিষদের সাধারণ সম্পাদক রাজু দে, সাংগঠনিক সম্পাদক সুমন দে, অর্থ সম্পাদক সমর কৃষ্ণ দে, আইন বিষয়ক সম্পাদক তন্ময় চৌধুরী, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক কার্তিক দাশ, ক্রীড়া সম্পাদক হিমেল চক্রবত্তর্ী, দপ্তর সম্পাদক বিষু সরকার, ধর্ম সম্পাদক রাজু দাশ, সদস্য দিলীপ দাশ, রিংকু দাশ, পিন্টু চক্রবর্তি , জয় দে, শংকর চক্রবত্তর্ী প্রমুখ।