রায়হানুল ইসলাম; (চট্টগ্রাম) :-
করোনায় যখন অঘোষিত লক-ডাউন সারাদেশ, তখন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে পড়ে খেটে খাওয়া মানুষ গুলো। পেটে ক্ষুধা নিয়ে বের হওয়া এই মানুষ গুলোর করোনার চেয়ে বেশি ভয় ক্ষুদার জ্বালা।
সরকারি সহায়তার পাশাপাশি অনেক প্রতিষ্ঠান, ব্যাক্তিগত ও সামাজিক সংগঠন গুলো প্রতিনিয়ত সহযোগিতা করে যাচ্ছে এই মানুষ গুলোকে।
তবে তাদের মাঝে বাদ পড়ে যান রাস্তায় পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন ও অসহায় অনেক মানুষ।
তাদের মুখে এক বেলা খাবার তুলে দিয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছে কয়েকজন উদ্যোমী যুবক।তারা হলেন, রায়হান, তুষার, আরিফ, মোহাম্মদ, জাহেদ, সাহিন, টুটুল, আনু, টিটু, সালাউদ্দিন, অপু, হৃদয়, জাহিদুল,নয়ন এবং ইকবাল।
যারা নিজের হাত খরচের টাকা থেকে কিছু টাকা দিয়ে আয়োজন করেছে এই মানসিক ভারসাম্যহীন মানুষ গুলোর মুখে এক বেলা খাবার তুলে দেয়ার প্রচেষ্টা। লক-ডাউনের ষষ্ঠ দিনে এই যুবকরা নিয়েছেন এমন উদ্যোগ।
চট্টগ্রাম নগরীর কাঁচা রাস্তা থেকে দেওয়ান হাট হয়ে সিআরবি (সাতরাস্তার মোড়) হয়ে কদমতলী ধনিয়ালা পাড়া হয়ে দেওয়ান হাট পর্যন্ত এসে এই খাবার বিতরণের কার্যক্রম শেষ করেন তারা।