এমরান হোসেন সুজন : –
বাংলাদেশে মহামারী করোনা ভাইরাসে দিন দিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। গত মঙ্গলবার নতুন করে ৪৩৪ জন শনাক্ত হয় , ৯ জন এর মৃত্যু হয়, মোট ৩৩৮২ জন আক্রান্ত হয়। তবে সোমবারের তুলনায় আক্রান্ত ও মৃত্যু কিছু টা কমেছে। সোমবার আক্রান্ত ছিল ৪৯২জন, মৃত্যু হয় ১০জনের।
এ ছাড়া দেশের বিভিন্ন জায়গায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরন করার খবর আছে । এ পরিস্থিতি নিয়ে গতকাল সাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা নিয়মিত অনলাইন বুলেটিন এ তথ্য জানান।
(আইইডিসিআর) পরিসংখ্যানে দেখা যায় ২৭ শতাংশ ২১ থেকে ৩০ বছরের মধ্যে ও ২২ শতাংশ ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং ১৯ শতাংশ ৪১ থেকে ৫০ বছরের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেশি বলে জানা যায়।
করোনা থেকে বাঁচার উপায় ঘরে থাকা, সেটি মানছেন না যারা তারাই আক্রান্ত হচ্ছে বেশি। দেশে করোনা ভাইরাস এর আক্রান্তের হার সবচেয়ে এগিয়ে তরুণ-যুবকরা। তাই এখনই উচিত তরুণ যুবকদের প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান নেওয়া দরকার বলে করছেন সচেতন সংশ্লিষ্টরা। তরুণ-যুবকরা বাংলাদেশের ভবিষ্যৎ। সমাজিক ভাবে ও পারিবারিক ভাবে উচিত কঠোর হয়ে তাদের ঘরে থাকা নিশ্চিত করা।
আর যেন আমাদের দেখতে না হয় মা বাবার আর্তনাদ , বাবার কাঁধে সন্তান এর লাশ , তাই পিতা মাতাদের উচিত তরুণ যুবকরা যাতে ঘরে থাকে সে পদক্ষেপ জোরালো ভাবে পালন করা। এ রিপোর্ট লেখা পর্যন্ত সরকারের বিশেষ মহল থেকে জানা যায় সাধারণ ছুটির সময় আরো ৭ দিন বাড়বে।
তাই এখনই কঠোর হোন, সারাজীবন কান্না না করে সারাজীবন তরুণ-যুবকরা যেন মা বাবার কাছে সুখে শান্তিতে থাকে এ কামনা শুভ সকাল পরিবারের।