মহামারী করোনা আতংকে কর্মহীন হয়ে পড়া ঘরবন্দী মানুষের জন্য নগরীর বিভিন্ন এলাকার নেতাকর্মীদের মাধ্যমে উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন ওমর গনি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের জিএস আরশাদুল আলম বাচ্চ্চু।
এরই অংশ হিসেবে নগরীর উওর আগ্রাবাদ রংগীপাড়া এলাকায় হতদরিদ্রদের ঘরে বাচ্চুর খাদ্য সামগ্রী উপহার পৌঁছে দিচ্ছে ওমরগনি এম.ই.এস কলেজ ছাত্রলীগ নেতা ইউছুপ আলী বিপ্লব।
রবিবার ২৬ এপ্রিল এলাকার বিভিন্ন কলোনীতে হতদরিদ্র মানুষের হাতে এই উপহার খাদ্য সামগ্রী তুলে দেন তিনি ।
ছাত্রনেতা বিপ্লব বলেন, করোনা মহামারির কারণে ঘরবন্ধি হয়ে থাকা মানুষের আয় রোজগার বন্ধ । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন দেশের একজন মানুষও যেনো অভুক্ত না থাকে। সেজন্য এই উদ্যোগে আরশেদুল আলম বাচ্চু ভাই এর সাথে আমিও মানুষের পাশে দাঁড়াই। আমার কাজ মানুষের পাশে থাকবো। মানুষের সুখে দু:খে আমি সবসময় থাকবো।
এ সময় উপস্থিত ছিলেন ওমর গনি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা মোঃসেলিম,আসিফ টিপু মোঃরুবেল শাহজান, তানভির হাসান নাজিম,আনিছুর রহমান।
বিজ্ঞপ্তি :