বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের সংক্রমণে দেশে দেশে বেড়ে চলেছে মৃত্যুর মিছিল। বাংলাদেশও এই মহামারী থেকে মুক্ত নয়। করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাব ও লকডাউনের কারণে অসহায় ও কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে গত ৭ মে রাউজান উপজেলার খৈয়াখালী গ্রামে সেনা কর্মকর্তা রিপন বড়ুয়া ও ব্যবসায়ী সুমন বড়ুয়ার উদ্যােগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ধর্ম বর্ণ নির্বিশেষে গ্রামের ৬০ পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন তারা। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল প্রতি জনে ৬ কেজি চাউল, ৪ কেজি আলু, পেঁয়াজ ২ কেজি, ময়দা ১ কেজি, মুসরডাল ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, সাবান ১টি।
এ সময় উপস্থিত ছিলেন খৈয়াখালী রত্নাংকুর বিহারের অধ্যক্ষ সুমঙ্গল থের, অবসরপ্রাপ্ত শিক্ষক রনজিত বড়ুয়া, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সুজন বড়ুয়া বাপ্পু প্রমুখ।
বিজ্ঞপ্তি :-