জুনায়েদ হাসান ;(চট্টগ্রাম) :-
বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস সংক্রমণে দেশে বেড়ে চলেছে মৃত্যুর মিছিল। বাংলাদেশও এই মহামারী থেকে মুক্ত নয়। এই ভাইরাসের সংক্রমণে বাংলাদেশে ইতোমধ্যে মৃত্যু ছাড়িয়েছে ২০০। আক্রান্ত ১৩ হাজারের ঊর্ধ্বে। এর মাঝেই বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের জীবন-যাপন।
করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাবের কারণে অসহায় ও কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে গত ৭ মে খাদ্য সামগ্রী বিতরণ করলেন চট্টগ্রামের ব্যবসায়ী সুমন বড়ুয়া। নিজ গ্রাম রাউজানের খৈয়াখালী গ্রামের ৬০টি পরিবারের ঘরে গিয়ে এইসব খাদ্য সামগী পৌঁছে দেন সুমন বড়ুয়া। মানুষের প্রতি মানুষের হৃদয়টাকে স্ফিত করে মানবিকতাকে জাগিয়ে তুলতেই সুমনের এই প্রয়াস।
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য ভুপেন হাজারিকার এই গানটির মাহার্থই তুলে ধরলেন তিনি। সমাজের বিত্তশালী মানুষগুলোর সামর্থ্য থাকলেও তাদের বেশীর ভাগই এখন ঘরে বসে আয়েশি জীবন যাপনে ব্যস্ত। জীবনের ঝুঁকি নিয়ে মৃত্যু ভয়কে পেছনে ফেলে অসহায়, মধ্যবিত্ত, দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে সহায়তা প্রদানের হাত বাড়িয়ে কর্মহীন মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন তিনি। এ ব্যাপারে ব্যবসায়ী সুমন বড়ুয়া বলেন, আমি মানবতার সেবায় কাজ করছি এটার চেয়ে বড় কথা আমি এটা আমার কর্তব্য মনে করছি কিনা। আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পেরেছি ততটুকুই করেছি। ভবিষ্যতেও করার ইচ্ছা আছে যদি বেঁচে থাকি। আমার এই সহায়তায় আমার পাশে সামিল হয়েছেন আমার ভাই সেনা কর্মকর্তা রিপন বড়ুয়াও। আমি বলব সমাজের আরো যারা আমার চেয়েও সামর্থবান, বিত্তশালী রয়েছেন আপনারা আর ঘরে বসে থাকবেন না, আপনারা আরো বড় পরিসরে মানুষের পাশে দাঁড়ান। ঘর থেকে বের হলে এই কাজেই বের হোন, মৃত্যুতো একদিন হবেই।