দেশের এই সংকটকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া গৃহবন্দী মানুষের জন্য চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকার নেতাকর্মীদের মাধ্যমে সেহরী বিতরন করে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামীলীগ নির্বাচন পরিচালনা উপ-কমিটির সদস্য ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক আরশেদুল আলম বাচ্চু।
এরই অংশ হিসেবে নগরীর অক্সিজেন, আতুরারডিপু , বিবিরহাট,মুরাদপুর,ষোলসহর,দুই নাম্বার গেইট এলাকায় ওমরগনি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা ওমর গনি ২২ মে শুক্রবার উক্ত এলাকার হতদরিদ্র মানুষের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেন।
ছাত্রনেতা ওমর গনি বলেন, করোনা মহামারির কারণে কর্মহীন হয়ে থাকা মানুষের আয়-রোজগার বন্ধ । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন দেশের একজন মানুষও যেনো অভুক্ত না থাকে, সেজন্য এই উদ্যোগে আরশেদুল আলম বাচ্চু ভাই এর নির্দেশে আমিও মানুষের পাশে দাঁড়াই। আমি ছাত্রলীগের একজন কর্মী হিসেবে মানুষের সুখে দু:খে সবসময় থাকবো ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন, রাকিব, রাব্বি,মহিউদ্দীন, হারুন,মিনহাজ ,সাকিব, রকি, রাসেল,স্বদেশ।
বিজ্ঞপ্তি :