প্রেস বিজ্ঞপ্তিঃ-
দৈনিক সমকাল চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য আবদুল্লাহ আল মামুনের পিতা মো. হাশেম আজাদী আর নেই (ইন্নালিল্লাহী ওয়া ইন্নাইলাহী রাজিউন )। মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গ্রামের বাড়ি বাঁশখালীর বাহারছড়ায় জোহরের নামাজের পর দুপুর তিনটায় মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুম মো. হাশেম আজাদী অধুনালুপ্ত বিডিআর এর কর্মকর্তা ছিলেন। তিনি ৩ ছেলে, ১ কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌসসহ নির্বাহী কমিটির সদস্যরা। সাংবাদিক নেতারা এক বিবৃতিতে সাংবাদিক মামুনের শোকাহত পরিবারের এই শোক কাটিয়ে উঠার প্রত্যাশা করেন।