আবদুল কাদের রাজু :-
চট্টগ্রামের সর্বস্তরের মানুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনীত শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন।
চট্টগ্রামের শিল্পকলা একাডেমি চত্বরে প্রথম ফুলের সাথে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ। এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি ভিজিল্যান্ট দল সশস্ত্রটিকে একটি বুগল দিয়ে স্বাগত জানায়। নগরীর শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতি স্থাপন করা হয়েছে।
বিভাগীয় কমিশনার এবিএম আজাদের নেতৃত্বে বিভাগীয় প্রশাসনের পক্ষে ফুল দিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সিএমপি কমিশনার মোঃ মাহাবুবুর রহমান ফুল দিয়ে শ্রদ্ধা জানান। চট্টগ্রাম প্রশাসনের পর জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক অতিরিক্ত ডিআইজি মো: ইলিয়াস হোসেন, জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: শাহাবুদ্দিন, মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোজাফফর আহমেদ ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতির পিতার প্রতি।
এসময় চট্টগ্রামের বিভিন্ন সরকারী সংস্থা ফুল দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানায়। এটি পরে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল।
চট্টগ্রাম শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, সিএমপি কমিশনার গাছ লাগিয়েছেন। মাহাবুবুর রহমান, অতিরিক্ত ডিআইজি, জেলা প্রশাসক মো: ইলিয়াস হোসেন ও পুলিশ সুপার এসএম রশিদুল হক।
রাজনীতিবিদ, পেশাজীবী ও চট্টগ্রামের সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন পেশার মানুষ ফুল দিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।