নিজস্ব প্রতিবেদকঃ-
আগামী ১৮ই মে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে চসিক মিলনায়তনে সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এর সাথে চসিকে কর্মরত বৌদ্ধ ধর্মালম্বী ও সিটি কর্পোরেশনে কর্মরত বৌদ্ধ পেশজীরী নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় চসিক বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের সভাপতি,চসিক পরিচালিত মেমন মাতৃসদন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার প্রীতি বড়ুয়া সভাপতিত্ব করেন।এসময় বিশেষ অতিথি ছিলেন চসিক ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সচিব আবু সাহেদ চৌধুরী, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া ,প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সাইফুদ্দিন। অনুষ্ঠানে বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়সেন বড়ুয়া ,প্রকৌশলী অসীম বড়ুয়া , সমিরন কান্তি বড়ুয়া বক্তব্য রাখেন।
শুভেচ্ছা বিনিময় কালে সিটি মেয়র বলেন, বিশ্ব শান্তির অনুসারী বৌদ্ধ সম্প্রদায়ের নিকট বুদ্ধ পূর্ণিমা সম্প্রীতি ও ভালবাসার স্মারক। বুদ্ধের সাম্য ও মৈত্রীর বাণী বিশ্বব্যাপী সমাদৃত। তাঁর মধ্যে হিংসা ও ভেদাভেদ ছিল না। অহিংসা ও সকল মানুষের প্রতি দয়ার আদর্শ মানব কল্যাণের মূল কথা। তিনি বলেন, কোন ধর্মই অকল্যাণ কামনা করে না। মানবতার কল্যাণে সকল ধর্ম নিবেদিত। মানব জীবনের যাবতীয় মহৎ কর্মই পরকালে পরিত্রানের উপায়। দাম্ভিকতা ও শক্তি প্রয়োগ করে মানুষের কল্যাণ সাধন করা যায় না। বুদ্ধ মানব কল্যাণে নিজের জীবন উৎসর্গ করে গেছেন। বর্তমান বিশ্বের সংঘাত, জঙ্গীবাদ মানবতার পরিপন্থী ও জীবন নাশকারী মতবাদ। এ মতবাদ থেকে সকল ধর্মের মানুষের পরিত্রানের জন্য প্রত্যেককে মানবতার পুজারী হতে হবে। মেয়র বুদ্ধের বাণীকে ধারণ করে বৌদ্ধ সম্প্রদায়ের সকলকে মানবতার কল্যাণে এগিয়ে আসার জন্য আহবান জানান। মেয়র বুদ্ধ পূর্ণিমা উদযাপনে চসিকের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।