ইকবাল হোসেন , (চট্টগ্রাম ):-
চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গী বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালকসহ আহত হয়েছে দুজন। মোটরসাইকেল চালকের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার দুপুর ১ টা ১৩ মিনিটে ফিরিঙ্গী বাজার এলাকায় নদীর পাশ দিয়ে ঘেঁষে যাওয়া সড়ক দিয়ে লোহার বড় বাকানো পাইপ নিয়ে এক শ্রমিক রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীসহ চালক ছিটকে পড়ে যায়। গাড়ী নং চট্টমেট্রো-ল ১৩০১৩৬। পরে কোতয়ালী থানা পুলিশের সহযোগীতায় আহত অবস্থায় তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। জানা গেছে মোটরসাইকেল চালক পাঠাও/উবার এর রাইডার।প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।