নোয়াখালী উশু একাডেমী’র সভাপতি ওমর ফারুক বাদশার মৃত্যুতে নোয়াখালীতে প্রথম শোকসভা অনুষ্ঠিত।
অসহায়ের সহায় গরীবের বন্ধু, জনতার নেতা, জীবদ্দশায় একজন নির্লোভ নির্মোহ অহিংস চিত্তের সাদা মনের মানুষ, দানেতে ছিলো যাঁর আকাশ ছোঁয়া উদার দৃষ্টি, আর স্নেহ শাসন ক্ষমা সুন্দর মনের অধিকারী ছিলেন বাদশা ভাই। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জননেতা নুরুল হক এমপির সুযোগ্য পুত্র বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রয়াত নেতা ওমর ফারুক বাদশা মৃত্যুর তৃতীয় দিনে নোয়াখালী জেলা উশু একাডেমী আয়োজিত শোক সভায় এমনই মন্তব্য ছিল বক্তাগনের। গত ৩০ সেপ্টেম্বর রোজ বুধবার সন্ধ্যা ৭ টায় নোয়াখালীর চৌমুহনী করিমপুর মিঞা বাড়ীর এলাহী ভবনে ঘরোয়া পরিবেশে আয়োজিত শোক সভায় বক্তাগন তাঁদের বক্তব্যে এসকল মন্তব্য করেন।
বক্তাগন তাদের বক্তব্যে আরো বলেন, মৃত্যুর পর চৌমুহনীতে দলমতের উর্ধ্বে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা ও জানাজায় প্রমাণিত হয়েছে তিনি একজন বঙ্গবন্ধুর আদর্শের পরিক্ষিত সৈনিক এবং জনতার মুক্তি ও উন্নয়নে সত্যিকার জনতারই একজন নেতা ছিলেন।
শোক সভায় আমন্ত্রীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়পার্টি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বেগমগঞ্জ উপজেলা সভাপতি ফজলে এলাহী সোহাগ, প্রয়াত বাদশার জেষ্ঠ পুত্র ইমরান নূর রফি, মুক্তির মিছিল পত্রিকার সম্পাদক সাংবাদিক ফারুক আল ফয়সাল, জেলা উশু এসোসিয়েশন কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সুমনের সভাপতিত্বে ও প্রচার প্রকাশনা সম্পাদক এপেক্সিয়ান ইয়াছিন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় আরো বক্তব্য রাখেন জেলা উশুর সহসভাপতি নাজমুল হুদা মামুন, যুব ও ক্রীড়া সম্পাদক মাষ্টার সফি উদ্দিন, নোয়াখালী উশু এর কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক আবদুস ছোবহান রণি, কোচ- মোহাম্মদ আলী, জাতীয় বিচারক- আলাউদ্দীন আলো, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক – জিয়াইল হক জিয়া, সদস্য ও সাংবাদিক মণির প্রমুখ।
শোক সভায় তাঁর রুহের শান্তি কামনা করে দুয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ ইউছুফ। উল্লেখ্য প্রয়াত উপজেলা চেয়ারম্যান ওমর ফারুক বাদশা আমৃত্যু নোয়াখালী জেলা উশুর সভাপতির দায়ীত্ব পালন করে এসেছিলেন। তাঁর অকাল মৃত্যুতে দেশের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শোক বার্তা প্রেরণ করেন। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী মোবাইলে তাঁর স্ত্রী সন্তানদের সমবেদনা জানিয়েছেন বলে প্রয়াত নেতার পারিবারিক সুত্রে জানা যায়। বাংলাদেশ উশু ফেডারেশন এর সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড, আবদুস সোবহান গোলাপ এমপির পক্ষে সম্পাদক সম্পাদক শোক বার্তা প্রেরণ করেন।
সংবাদ বিজ্ঞপ্তিঃ