নিজস্ব প্রতিবেদকঃ- ( পর্ব-১)
চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়কে পরিবহন সেক্টরে প্রতিদিন চাঁদাবাজির অভিযোগ রয়েছে । এসবের বেশির ভাগই চলে প্রশাসনের নাকের ডগায়। তবুও প্রশাসন নীরব বলে অভিযোগ চালক-মালিকদের।
সরেজমিনে তথ্য অনুসন্ধানে উঠে আসে কিছু তথ্য। জানা গেছে , নগরীর অলংকার মোড় থেকে বিটাক হয়ে সাগর পাড় তিন চাকার ম্যাক্সিমা গাড়ী প্রতি দৈনিক ২৫০ টাকা হারে চাঁদা দিতে হয় । এভাবে ১০০ টি গাড়িতে টাকা উত্তোলন হয় দৈনিক ২৫ হাজার টাকা। যা গড়ে প্রতি মাসে ৭ লক্ষ ৫০ হাজার টাকা প্রায়। অথচ অলংকার মোড়েই রয়েছে ট্রাফিক পুলিশ বক্স। এরপরো প্রশাসন নিরব।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ম্যাক্সিমা গাড়ী চালক আমাদের জানান, আমরা গাড়ি নিয়ে বের হলেই দৈনিক ২৫০ টাকা চাঁদা দিতে হয়। এর মধ্যে একটি অংশ অলংকার পুলিশ বক্সের স্যার আর ট্রাফিক স্যারদের কাছে যায়, বাকি অংশ লাইন নিয়ন্ত্রনের নেতারা ভাগ ভাটোয়ারা করে নেয়। তাছাড়া গাড়ি লাইনে ভর্তি করালে এককালীন ৫ হাজার টাকা দিতে হয়।
লাইন নিয়ন্ত্রনের ব্যাপারে চালকের কাছে নেতাদের নাম ঠিকানা জানতে তা দেয়া যাবেনা বলে জানায় এবং এসব বিষয়েও কেউ জানলে তাঁর সমস্যা হবে বলে আমাদের জানান।
অনুসন্ধান চলবে……………