ঢাকা থেকে প্রকাশিত জাতীয় সাপ্তাহিক জনতার দলিল পত্রিকার চট্টগ্রাম ব্যুরো অফিস গত শনিবার ১০ অক্টোবর সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর অলংকার সাগরিকাতে উদ্বোধন হয়েছে। সাংবাদিক মোঃ দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রদান অতিথি ছিলেন জাতীয় সাপ্তাহিক জনতার দলিলের ভারপ্রাপ্ত সম্পাদক ও ঢাকা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামি যুব স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতার দলিল পত্রিকার উপদেষ্টা মোঃ কবির উদ্দিন আহমেদ পাটোয়ারী।সাংবাদিক ইসমাইল সাগর এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় সাপ্তাহিক জনতার দলিল পত্রিকা উপদেষ্টা ও ঢাকা প্রেসক্লাবের সদস্য বীর মুক্তিযুদ্ধা মোহাম্মদ আব্দুল রশিদ চৌধুরী ।
এসময় স্বাগত বক্তব্য প্রদান করেন জাতীয় সাপ্তাহিক জনতার দলিল পত্রিকার সহকারী সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন লিটন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সাপ্তাহিক জনতার দলিল পত্রিকার সাংবাদিক অরুণ দেব,সাংবাদিক ফয়েজ আহমেদ পলাশ, সাংবাদিক আব্দুল জাব্বার রনি, ফটোসাংবাদিক মজিবুল হক, ফটোসাংবাদিক হানিফ হাওলাদার, মহিলা সাংবাদিক শিউলি বেগম, সাংবাদিক নূর হোসেন, ফটো সাংবাদিক মোহাম্মদ আলী, এবং অন্যান্য মিডিয়া ব্যক্তিত্বরা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । বক্তারা জাতীয় সাপ্তাহিক জনতার দলিল পত্রিকার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন । এর আগে মিলাদ ও দোয়া মাহফিলে পত্রিকার সকলের জন্য দোয়া করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তি