নিজস্ব প্রতিবেদকঃ-
আসন্ন শারদীয় দূর্গা পুজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় নগরীর জে এম সেন হল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী৷
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম চৌধুরী বলেন, এ ভূখন্ডে বসবাসকারী ও বাংলাভাষী হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান সকলে একই জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে জাতির পিতা শেখ মুজিবের নেতৃত্বে ধর্ম নিরপেক্ষতা ও সাম্যতার ভিত্তিতে গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্ন বুকে নিয়ে স্বাধীনতা যুদ্ধ করেছি। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের দমনের লড়াইয়ে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে মাঠে রয়েছি। জঙ্গিবাদ ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ব্যাপারে আওয়ামী লীগ সর্বদা সচেতন ও জিরো টরারেন্স নিয়ে কাজ করছে। বক্তব্যে তিনি পূজা পরিষদের নেতৃবৃন্দকে প্রতিশ্রুতি দিয়ে বলেন, শারদীয়া উৎসব উপলেক্ষ যে কোন প্রয়োজনে সর্বোচ্চ সহযোগিতা দিতে সব সময় মাঠে আছি, থাকব।
এসময় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী প্রকাশ দাশ অসিত। সাংগঠনিক সম্পাদক সজল দত্তের সঞ্চলনায় বক্তব্য রাখেন পরিষদের সাবেক সভাপতি সাধন ধর, মুক্তিযোদ্ধা অরবিন্দ পাল অরুন, সাবেক সাধারণ সম্পাদক লায়ন আশীষ ভট্টাচার্য, অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, পুলক খাস্তগির, রানা বিশ্বাস, সুমন দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, মিথুন মল্লিক, এড নটু চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন পরিষদের অর্থ সম্পাদক এড নিখিল নাথ, সিনিয়র সদস্য বাবুল ঘোষ বাবুন, বিপ্লব কুমার চৌধুরী, বিপু ঘোষ বিলু, প্রদীপ শীল, নটু কুমার ঘোষ, বিপ্লব সেন, দোলন দেব, এড টিপু শীল জয়দেব, সুকান্ত মহাজন টুটুল, দীপংকর দেবনাথ, এড তপন কুমার দাশ, শ্যামল দাশগুপ্ত, চন্দন পালিত, নিউটন দে, এড গৌতম সিংহ হাজারী, অরুণ রশ্মি দত্ত, সৌরেন দত্ত, শ্যামল মজুমদার, স্টালিন দে, প্রিয়তোষ ঘোষ রতন, বিশ্বজিৎ রায়, সঞ্জয়িতা দত্ত পিংকি, নারায়ণ সিংহ, তমাল শর্মা চৌধুরী, এড সুব্রত শীল রাজু, অপরেশ দাশ, সাজু চৌধুরী, অসীক দত্ত, বিবেক দেব, রাধা রানী দেবী, পম্পী দাশ, রিপন রায় চৌধুরী, দীপ্ত সিংহ, অসিত বরন বিশ্বাস, কুশন সেন, উত্তম কুমার শীল, গোপাল দাশ টিপু প্রমুখ।
সভায় আরো উপস্থিত ছিলেন ১৬টি থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।