আবু হেলাল,( শেরপুর ):–
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সাংবাদিক গোলাম রব্বানী-টিটুকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ২০০৬(সংশোধিত/১৩) এর ৫৭ ধারা মামলায় সাইবার ট্রাইবুন্যাল (বাংলাদেশ) ঢাকা মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন বিজ্ঞ বিচারক(জেলা ও দায়রা জজ) মামলা থেকে অব্যহতি দিয়েছেন ।
শেরপুর সদরসহ চলছে চাঁদাবাজি, কে এই জিয়া?” শিরোনামে তার কুকর্মের ঘটনা নিয়ে গনমাধ্যমে সংবাদ প্রকাশ হলে তার সূত্রধরে অন্যান্য মিথ্যা অভিযোগ এনে গত ২৩/১১/২০১৬ ইং তারিখে শেরপুর কোর্টে গোলাম রব্বানী-টিটুকে ১নং আসামী করে ৫জনের নামে একটি মিথ্যা মামলা করেন জিয়াউল হক নামের জৈনিক এক ব্যাক্তি । ঝিনাইগাতী থানায় মামলাটি তদন্ত না করে বাদীর সাথে যোগসাজসে তৎকালীন ওসি মিজানূর রহমানের পরামর্শে তদন্ত ওসি আবুল কালাম আজাদ মামলাটি মিথ্যা চার্জসিট কোর্টে প্রেরণ করলে বিজ্ঞ আদালত সাইবার ট্রাইবুনাল ঢাকায় প্রেরণ করেন মামলা নং ১৫/১১/২০১৬ইং ।
ওই ব্যাক্তি কয়েকটি মামলার ঘানি টেনে জেলও খেটেছেন এবং এক পত্রিকার পরিচয় দিয়ে আসছিল ওই পত্রিকা থেকে তাকে চাঁদাবাজির কারণ দেখিয়ে অব্যহতি দিয়েছেন কর্তৃপক্ষ । গত ৩০/১/২০১৮ইং তারিখে মামলার চার্জ হলেও কোন প্রমানাদি ও আলামত কোর্টে উপস্থাপন করতে পারেনি রাষ্ট্রপক্ষ । ফলে বিজ্ঞ আদালত ২৬৫ এইচ ধারায় আসামী গোলাম রব্বানী-টিটু সহ অন্য চারজনকে অব্যহতি দিয়েছেন।