চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ৭নং ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার ও সন্দ্বীপ উপজেলার স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাকিব (জাহাঙ্গীর) এর নেতৃত্বে অত্র ওয়ার্ডের যুবসমাজের উদ্যোগে মগধরা নোয়ারহাট চৌরাস্তায় সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে মাদকবিরোধী এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মগধরা ৭নং ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার ও সন্দ্বীপ উপজেলার স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাকিব (জাহাঙ্গীর আলম), দেশব্যাপী “মাদকমুক্ত তারুণ্য চাই” এর প্রধান সমন্বয়ক শামসুল আজম মুন্না, মগধরা ৮নং ওয়ার্ডের মেম্বার ইব্রাহিম খলিল দুলাল, মাস্টার রিদোয়ান, মাস্টার হান্নান। আরো উপস্থিত ছিলেন মগধারা ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন রাকিব, মুন্না, মাস্টার রিদোয়ান ও হান্নান। অত্র ওয়ার্ডের মেম্বার রাকিব বলেন, আমি শুধু ৭নং ওয়ার্ডের মেম্বার নয়, আমি সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক। তাই মগধরা ইউনিয়নের পরিবেশ রক্ষার্থে আমি সর্বদাই আপনাদের পাশে আছি ও আগামীতেও থাকবো। অত্র ইউনিয়নের যেকোনো স্থানে মাদকের আভাস পেলেই সাথে সাথে আমাকে খবর দিবেন আমি মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের সন্দ্বীপ প্রশাসনের সহযোগীতায় উপযুক্ত শাস্তির আওতায় আনবো।
সংবাদ বিজ্ঞপ্তি