আবু হেলাল, (শেরপুর ) :-
শেরপুর জেলার ঝিনাইগাতীতে ১৫ বছরের সাজাপ্রাপ্ত মো. ফজলুল করিম ওরফে ফজল(৪৩) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ফজল উপজেলার নলকুড়া ইউনিয়নের ভালুকা গ্রামের আক্রাম হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায় , আদালত কর্তৃক ফজলের ১৫বছরের সাজার রায় ঘোষনার পর থেকেই সে পলাতক জীবন যাপন করছিল। ঝিনাইগাতী থানার নবাগত ওসি মোহাম্মদ ফায়েজুর রহমানের নিদের্শে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আনোয়ার হোসেন ও এএসআই মিজানুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ময়মনসিংহের ভালুকা থেকে ২১ নভেম্বর দিবাগত রাত ১১.৪৫ ঘটিকার সময় ফজল এবং ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতারী পরোয়ানাভুক্ত সুমনসহ ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সুমন উপজেলার বন্দভাটপাড়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে।
এ বিষয়ে ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, “সাজাপ্রাপ্ত বা গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ১টিও বাকি থাকা পযর্ন্ত আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।