জুনায়েদ হাসানঃ-
জাপান-বাংলাদেশ বন্ধুত্বের ৫০ বছর উদযাপন উপলক্ষে বেসরকারি খাতে বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধিতে চট্টগ্রাম চেম্বার ও জাপানি দুটি বাণিজ্য সংগঠনের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই হয়েছে। রোববার চট্টগ্রামের আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম চেম্বার, ঢাকায় জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো) এবং জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই)র মধ্যে এই ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এসময় চট্টগ্রাম চেম্বারের পক্ষে সভাপতি মাহবুবুল আলম ও জেটরো’র পক্ষে কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউজি অ্যান্ডো সমঝোতা স্মারকে সই করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সমঝোতার মাধ্যমে বেসরকারি খাতের অংশগ্রহণ ও সহায়তার লক্ষ্যে আগামী ১০ বছরের জন্য একটি পরিকল্পনা প্রণয়ন করা হবে। যার মাধ্যমে বিভিন্ন চ্যালেঞ্জ এবং সম্ভাবনাসমূহ নির্ণয় করা সম্ভব হবে। শক্তিশালী হবে জাপান-বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্ক। এর আওতায় একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে, যারা জাপানি বিনিয়োগ আকর্ষণ ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নে সরকারকে সহযোগিতা করবে।
এসময় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মন্ত্রী বলেন, বাংলাদেশে বেসরকারি পর্যায়ে জাপানি বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। ভূ-প্রাকৃতিক অবস্থানগত কারণে চট্টগ্রাম বিনিয়োগের জন্য সম্ভাবনাময় স্থান। আশা করছি, চট্টগ্রাম চেম্বারের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে জাপান-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বৃদ্ধি পাবে।
Discussion about this post