নিজস্ব প্রতিবেদকঃ-
চট্টগ্রাম নগরীর ভিন্ন ভিন্ন এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফুটপাত ও রাস্তা অবৈধভাবে দখল করে বসা দোকানপাট উচ্ছেদ করা হয় । আজ মঙ্গলবার সকালে সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস এর নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
এসময় নগরীর চকবাজার থানাধীন কাঁচাবাজার গলি, কাঁচাবাজার মোড় হতে ধনিয়ার পুল হয়ে ফুল তলা পর্যন্ত কে বি আমান আলী রোডের উভয় পার্শ্বের রাস্তা দিয়ে যানবাহন ও বাজারের গলি দিয়ে সর্বসাধারণের চলাচলের পথ উন্মুক্ত করা হয়।
অপরদিকে অভিযানে কোতোয়ালী থানাধীন এনায়েত বাজার জুবিলী রোড এলাকায় অবৈধভাবে রাস্তার জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রেখে জনচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে ২৬টি মামলা রুজুপূর্বক ৪৮ হাজার টাকা জরিমান করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চকবাজার থানা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ।