নিজস্ব প্রতিবেদকঃ-
কুমিল্লা জেলার বুডিচং থানাধীন দেবপুর বারেলা (ইসলামপুর) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সিএমপির খুলশী থানায় মূলতবী ০৯টি সাজা পরোয়ানা সহ বিভিন্ন থানার মোট ১৩টি পরোয়ানাভুক্ত পলাতক আসামী মাহামুদুল হাসানকে গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ ।
২৬ নভেম্বর বৃহস্পতিবার রাত ০২:৩০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার বুডিচং থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত ব্যাক্তি নগরীর খুলশী থানাধীন মোজাফ্ফর নগর সাউদার্ন হাসপাতাল রোড় এলাকার হাবিবুর রহমানের ছেলে।
মামলার তথ্যমতে গ্রেফতারকৃত মাহামুদুল হাসান একাধিক সাজা পরোয়ানা ভুক্ত মামলার পলাতক আসামী এবং সে দীর্ঘ দিন যাবৎ আত্মগোপনে ছিল। দীর্ঘ দিন যাবৎ আত্মগোপনে থাকার কারণে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি । পরবর্তীতে তাকে গ্রেফতারের লক্ষ্যে সিএমপির খুলশী থানার সঙ্গীয় অফিসার-ফোর্সদের নিয়ে , চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন ।
এসময় বিশেষ অভিযান পরিচালনাকালে বিশ্বস্ত সূত্রে ও গোপন সংবাদের ভিত্তিতে বর্ণিত আসামীর অবস্থান সম্পর্কে জানতে পেরে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিদের্শে এসআই(নিঃ) আনোয়ার হোসেন সঙ্গীয় অফিসার এসআই (নিঃ) মোহাম্মদ হোসাইন, এএসআই(নিঃ) মোঃ মানিক মিয়া ও কং/৪৬৩৪ মনির হোসেন সর্ব খুলশী থানা, সিএমপি, চট্টগ্রাম এবং কুমিল্লা জেলাস্থ বুডিচং থানা পুলিশের সহায়তায় এই সাজা প্রাপ্ত পলাতক আসামী মাহামুদুল হাসান’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
মামলা সমূহঃ ১। সিআর-৪০৭/১৮, দায়রা- ৪৬৭১/১৮, ধারা-এনআইএ্যাক্ট ১৩৮, ২। সিআর-১০৭/১৮, দায়রা- ৭১৪/১৮, ধারা-এনআইএ্যাক্ট ১৩৮, ৩। সিআর- ১৭১/১৩, দায়রা-৩৯২৪/১৭, ধারা-এনআইএ্যাক্ট ১৩৮, ৪। সিআর-৪০৮/১৮, দায়রা-৪৬৭২/১৮, ধারা-এনআইএ্যাক্ট ১৩৮, ৫। সিআর-১৯৮/১৬ (পাঁচলাইশ জোন), দায়রা-৩৬০৫/১৬, ৬। সিআর নং- ৪১৪/১৯, খুলশী জোন, ধারা-এন.আই এ্যক্ট-১৩৮, ৭। সিআর নং- ৩১০/১৯, গাইবান্দা জোন, সেশন মামলা-১০১৬/১৯, ৮। সিআর- ৬২৫/১৯, ধারা- এন.আই এ্যক্ট-১৩৮, ৯। সিআর মামলা নং-৩৬/২০, খুলশী জোন, ধারা- এন.আই এ্যক্ট-১৩৮ এবং বায়োজিদ থানায় ০২টি ও পাঁচলাইশ থানায় ০২টি, মোট ০৪টি সহ সর্বমোট ১৩টি সিআর মূলতবী মামলা ।