নিজস্ব প্রতিবেদক :-
চট্টগ্রাম থেকে প্রকাশিত সাপ্তাহিক শুভ সকাল ও অনলাইন নিউজ পোর্টাল shuvosokal.news এর সহ-সম্পাদক আরফানুর রহমান নয়নের জন্মদিনে কেক কেটে জন্মদিন উদযাপন করেছে বিএমএসএফ চট্টগ্রাম জেলা পরিবার। ঈদের ২য় দিন ৬ জুন বৃহস্পতিবার রাত ৮ টায় নগরীর একটি রেস্টুরেন্টে কেক কেটে নয়নের শুভ জন্মদিন উদযাপন করা হয়। এ সময় তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান শুভ সকাল’র সম্পাদক ও প্রকাশক মো: জুনায়েদ হাসান, বিএমএসএফ চট্টগ্রাম জেলা সভাপতি কে এম রুবেল, সাধারন সম্পাদক আবু সাহিদ। এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক সালাউদ্দিন কাদের,সাংবাদিক কামাল,সাংবাদিক রায়হান সহ আরো অনেকে।[highlight][/highlight]