নিজস্ব প্রতিবেদকঃ-
চট্টগ্রামের অবিসংবাদিত নেতা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ,চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক সফল মেয়র, চট্টলবীর, আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে চকবাজার থানা শ্রমিক লীগের পক্ষ থেকে নগরীর চশমা হিলস্থ সমাধিসৌধে কবর জিয়ারত, ফাতেহাপাঠ, দোয়া ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। আজ বিকাল ৩টায় ষোলশহর চশমা হিলস্থ মেয়র গলিতে অবস্থিত মরহুম মহিউদ্দিন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন চকবাজার থানা শ্রমিক লীগের সভাপতি মো,আরিফ উদ্দিন , সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, সিনিয়র সহ-সভাপতি এ এইচ এম আব্দুল্লাহ আজাদ, সাংগঠনিক সম্পাদক ফরহাদ আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মাসুদুর রহমান , আইন বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন পিন্টু,সহ-সভাপতি মোহাম্মদ শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ মোস্তফা, সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত,কার্যকরী সদস্য মোঃ ইলিয়াস প্রমূখ।
এর আগে অদ্য বাদ যোহর চকবাজার থানা শ্রমিক লীগের উদ্যোগে চকবাজার চট্টেশ্বরী রোড বাইতুস সালাত জামে মসজিদ প্রাঙ্গণে চট্টগ্রামের অবিসংবাদিত এ নেতার রুহের মাগফেরাত ও তার পরিবারবর্গের প্রতি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চেয়ে বিশেষ দোয়াও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলে মরহুম মহিউদ্দিন চৌধুরী এবং দেশ ও দশের কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন বাইতুস সালাম জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব।