১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর বৃহত্তম পাহাড়তলী এলাকার শহীদ হেলাল স্মৃতি সংসদের উদ্যোগে এক বর্ণাট্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সাবেক ছাত্রনেতা ও মহানগর যুবলীগ নেতা মুজিবুর রহমান মন্টু’র সঞ্চালনায় এবং পাহাড়তলী রেলওয়ে স্কুল কেন্দ্রের নির্বাচনী কমিটির আহবায়ক ও ১৩ নং ওয়ার্ডের আওতাভুক্ত ‘বি’ ইউনিট আওয়ামী লীগের সদস্য আলী ইসলামের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের মাঝে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেলওয়ে শ্রমিক লীগ নেতা আব্দুল করিম, চট্টগ্রাম -১০ আসনের সাংসদের সামাজিক নিরাপত্তা বিষয়ক কমিটির প্রতিনিধি মীর শামসুদ্দোহা শাহীন, বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির চট্টগ্রাম জেলা সভাপতি সাইদুজ্জামান শিপন।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগ নেতা দিদারুল আলম দিদার, ১৩ নং ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ স্বপন, খুলশী থানা ছাত্রলীগ নেতা মাঈনুদ্দিন ইয়াছার রশীদি সামী, ১৩ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা আশরাফুল আলম রবিন ও অপূর্ব রাজসহ প্রমুখ নেতৃবৃন্দ। বক্তারা শহীদ হেলালের সামাজিক কর্মকান্ডের চিত্র উপস্থাপন করার মাধ্যমে তার সুফল উল্লেখ করে যুব সমাজের প্রতি সেই আদর্শ বুকে ধারন করার জন্য উৎসাহিত করেন।
আয়োজিত উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মাঝে আরোও উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ ও ওয়ার্ড এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকেই। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে শহীদ হেলাল স্মৃতি সংসদের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ সহ এক বর্ণাট্য র্যালীরোও আয়োজন করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিঃ