নিজস্ব প্রতিবেদক :-
১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ফ্রিডম ব্লাড ব্যাংকের আয়োজনে চট্টগ্রাম জেলা নৌ স্কাউটসে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও বিশ্ব রক্তদাতা দিবস ২০১৯ উদযাপন করা হয়। শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং এর আয়োজন করা হয়। অগণিত মুমূর্ষু রোগীকে স্বেচ্ছায় রক্তদান করে যারা জীবন বাঁচাতে সাহায্য করেন তাদের দানের মূল্যায়ন, স্বীকৃতি ও উদ্বুদ্ধকরণের মধ্যে রয়েছে এ দিবসের তাৎপর্য। তাই দিবসটি উপলক্ষে ফ্রিডম ব্লাড ব্যাংক চট্টগ্রাম জেলা নৌ স্কাউটস এ ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং দিবসটি পালন করেন।
ক্যাম্পিংএ উপস্থিত ছিলেন ফ্রিডম ব্লাড ব্যাংকের সভাপতি নুর আলম সিদ্দিক,সাধারণ সম্পাদক হাসিফুল ইসলাম জয়,সহ-অর্থসম্পাদক সাইফুল আলম,প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম,সাংস্কৃতিক সম্পাদক তন্বী দত্ত,কার্যকরী সদস্য জোবাইদুল ইসলাম।এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা নৌ স্কাউটসের উডব্যাজার আসাদুল ইসলাম আসাদ, জেলা কাব স্কাউট লিডার শিমুল শীল ,শাহ নেওয়াজ শাহিন।রোভার জয়দেব দাশ, সৈকত দাশ ও আব্দুল হামিদ।
ক্যাম্পিং এ চট্টগ্রাম জেলা নৌ স্কাউটস এর কাব স্কাউট ও স্কাউটসদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।