আবু হেলাল, (শেরপুর প্রতিনিধি) :-
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গাজাঁ সেবন ও বসত ঘরে রাখার দায়ে খোকন মিয়া নামের সাবেক ইউপি সদস্যকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ২৩ ডিসেম্বর বুধবার দুপুরে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) এই অভিযান পরিচালনা করেন। দন্ডপ্রাপ্ত খোকন মিয়া (৫১) উপজেলার হাতীবান্দা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও লয়খা গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, খোকনের বসত ঘরে থাকা ১০০ গ্রাম গাঁজা ও সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) ২১ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও)রুবেল মাহমুদ। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মশিউর রহমান সোহেল ও পরিদর্শক এনামুল হকসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে সাবেক ইউপি সদস্য খোকনকে কারাগারে পাঠানো হয়েছে।