খৃীষ্টিয় ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিন। এই দিন কুমারী মাতা মেরীর কোল আলোকিত করে জম্মগ্রহন করেন প্রভূ যীশুখৃস্ট। এর পর থেকে এক নতুন প্রভায় তিনি মানবকূলকে দীক্ষিত করেন মঙ্গল ও কল্যাণ চেতনায়- এটাই খ্রীষ্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস।
আজও এই চেতনা অবিনাশী ও দ্যুতিমান। করোনাকালে মানবিক বিপর্যয় মোকাবেলায় এই দ্যুতি ছড়িয়ে পড়ুক সবখানে। এই পুণ্যময় শুভ বড়দিনে সকল খ্রীষ্ট ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন ।
বিজ্ঞপ্তিঃ